দেশপ্রেমিক মুক্তিযােদ্ধা আজিজ আহমদ চৌধুরী (১৯৩৭-৯১) পঞ্চখণ্ড বিয়ানীবাজারের অমৃত সন্তান। বাঙালির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনের অনন্য অগ্রণী সংগঠক ও
যােদ্ধা। সহজ-সরল ও প্রত্যয়ী জীবনের আলােয় সিক্ত আত্মবিশ্বাসী মানুষ, কর্তব্যে সমর্পিত, যশ ও খ্যাতির ব্যাপারে উদাসীন একজন জ্যোতির্ময় পুরুষ। Born to blush unseen জীবনবীক্ষার ছায়াচ্ছন্নতার মায়ারেখা চিরে তিনি বাঙালির ইতিহাসে ভাস্বর চিরদিন।আজিজ আহমদ চৌধুরী একজন বিস্মৃতপ্রায় বাঙালি মুক্তিযােদ্ধা। জাতীয় মুক্তি ও ইতিহাসের বিনির্মাণের ধারায় আলােকময় এই বীরপুরুষের জন্মের জন্য পঞ্চখণ্ড তথা বিয়ানীবাজার বিশেষভাবে গৌরবান্বিত। আমাদের ঐতিহ্য ও ইতিহাসের ধারায় এই নাম চিরভাস্বর। তিরিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি ভারত-
বাংলাদেশ পূর্বাঞ্চলীয় যৌথ মিলিটারী কমান্ডের আগরতলা, ত্রিপুরা রাজ্যের BDF Head Quarter-এ সশস্ত্র ও গােয়েন্দাকর্মে প্রশিক্ষণ শেষে সহকারী যুদ্ধসরঞ্জাম সরবরাহ কর্মকর্তা (বেসামরিক) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পােস্টিং নিয়ে তিনি প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে ভারতের কেবিনেট মন্ত্রী ড. ত্রিগুণা সেনের কলকাতাস্থ অফিসে চলে যান। তার সফরসঙ্গী হিসেবে ঘুরে বেড়াতেন মুক্তিযােদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পগুলােতে। (সূত্র: বিডিএফ সদর দপ্তর/পূর্বাঞ্চল কমান্ড/সদর দপ্তর,Order No. 9, Dated: 13th July 1971 এবং ভারত সরকার প্রদত্ত সনদ নং-INDO-BANGLA/BDLW-SEC/ANA/37, Dated: 19th December 1971)স্বাধীন বাংলাদেশে তিনি আমৃত্যু একক নির্জন এক স্বরচিত জীবন যাপন করে গেছেন।যশ ও খ্যাতির ব্যাপারে উদাসীন এই প্রদীপ্ত পুরুষ আপন সন্তান ও সংসারের কর্তব্যে সমর্পিত এক আদর্শ জীবন রেখে গেছেন। তাঁর চারিত্রিক অনন্যতার জন্যই আমাদের অকুষ্ঠিত সকল শ্রদ্ধায় হৃদয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছেন। আজিজ আহমদ চৌধুরীর মত নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক বীরমুক্তিযােদ্ধা ১৯৯১ সালের ৬ জানুয়ারি এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় গ্রহণ করে এই পঞ্চখণ্ড বিয়ানীবাজারের মৃত্তিকায় আশ্রয় লাভ করেছেন।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে আজিজ আহমদ চৌধুরী Born to blush unseen দর্শনের নিয়তি লাভ করলেও তার দেশের মাটি ও মানুষের নিকট তিনি একজন জ্যোতির্ময় দেশপ্রেমিকের আদর্শ প্রতিকৃতি হিসাবে ঠাই পেয়েছেন ।লােকায়ত চেতনা পরিসরে স্বকাল পেরিয়ে কালে-কালান্তরে দেশপ্রেমিকের নিয়তি এমতই! এখানে স্মরণযােগ্য যে, প্রতিনিয়ত আমাদের দেশে আজকাল যে বানােয়াট ইতিহাস রচিত হচ্ছে সেখানে আমাদের অনেক অনন্য বীরসন্তানের জীবনকথা উপেক্ষার কালােছায়ায় ঢাকা পড়ে চলেছে। ইতিহাসের নির্মাণ সত্য এরকমই। কিন্তু মহাকালের ধারায় দিনবদলের আলােয় নতুন চোখে নতুন বিহ্বলতা, স্ববিরােধ, ব্যাসকুট আর
মূর্খতার তীব্র সংঘর্ষের কুহকসত্তা পেরিয়ে আবার বসন্ত আসবে বাঙালির চিন্তা পৃথিবীতে।আমাদের অন্বিষ্ট সর্বমানবিক অভিজ্ঞান থেকে আধিপত্যবাদী সাংস্কৃতিক রাজনীতির বিপ্রতীপে বিকল্প নন্দন ও দর্শনের দর্পণে আপনার প্রয়ােজনেই খুঁজে নেবে বাঙালি তার অমৃতসন্তান ও মনীষা। নাগরিক-বৌদ্ধিক সমাজ ও প্রাকৃত পরিসর।অনুবেদনের তেমন বিভঙ্গে দেশপ্রেমিক ও বীরমুক্তিযােদ্ধা আজিজ আহমদ চৌধবীর
জীবন ও কর্ম চিরদিন বাঙালির কাছে গর্ব ও অনুপ্রেরণার অনন্ত উৎস হয়েই থাকবে।
বীরমুক্তিযোদ্ধা আজিজ আহমদ চৌধুরী স্মারকগ্রন্থ
Click on the button below to contact us on WhatsApp, and buy.
HOW TO PAY
You can pay send your payment at any of the following UPI IDs, or scan the QR code, or send the payment directly to our bank:
INDIA POST PAYMENTS BANK
(IPPB) UPI ID= 9563646472@postbank
Malay De Sarkar
A/C No: 100005759940
IFSC: IPOS0000001
Mobile: 9563646472
STATE BANK OF INDIA
(SBI) UPI ID= 9563646472@sbi
Malay De Sarkar
A/C No: 32004843406
IFSC: SBIN0000162
Mobile: 9563646472