হিন্দু কলেজের প্রথম দিককার ছাত্র, অন্যতম উজ্জল ‘ডিরোজিয়ান’ শিবচন্দ্র দেব কৃতিত্বের সঙ্গে সরকারি চাকরিতে উচ্চপদে আসীন থেকেছেন,ব্রাহ্মসমাজ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন,সাহিত্য ও বিজ্ঞানচর্চায় মনোনিবেশ করেছেন এবং স্ব-জনপদে শিক্ষা, নগরোন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে উদ্যমী ভূমিকা পালন করেছেন।ফলে তাঁর জীবনবৃত্তান্ত যেমন উনিশ শতকের বাঙালির সমাজেতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান,তেমনই তাঁকে বাদ দিয়ে গঙ্গার পশ্চিম তীরবর্তী এক বর্ধিষ্ণু জনপদের স্থানিক ইতিহাস প্রকটভাবে অপূর্ণ হয়ে থাকবে। কোন্নগরবাসীগণ আসলে তাঁদের জনপদ ও মানবকৌমেরই এক আলোকিত আত্মপরিচয় খুঁজে পাবেন এই জীবনালেখ্যতে।