রঙ্গমঞ্চের সার্বিক উন্নতি, নটনটীদের সামাজিক প্রতিষ্ঠা,জাতীয় রঙ্গালয় স্থাপনের জন্য প্রাণাতিপাত প্রচেষ্টা ,এক কথায় সরকারি ‘পদ্মভূষণ’ উপাধির ক্ষুব্ধ প্রত্যাখ্যান এবং চারিদিকের নিষ্ঠাহীন পেশাদারী লোভলালসার মধ্যে থেকেও শিশির কুমার ভাদুরী তাঁর অনমনীয় ব্যক্তিত্ব নিয়ে বাংলা নাট্য জগৎ ও সংস্কৃতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।১৯২১ সনে তিনি অধ্যাপনা ছেড়ে ম্যাডাম সাহেবের বেঙ্গল থ্রিয়েট্রিকাল কোম্পানির দায়িত্বভার নিলেন।১৮৭২ সন থেকে প্রায় ৪৯ বছর ধরে যে অভিনয় ধারা চলছিল তার মধ্যে অভিনবত্বের ধারা এল।