১৯০০ থেকে ১৯০৩ এই তিন বছরের মধ্যে রোমাঁ রোলাঁ নাট্য আন্দোলন সম্বন্ধে যে প্রবন্ধগুলো লিখেছিলেন তারই সংকলন ‘পিপলস্ থিয়েটার’ বা গণনাট্য। প্রবন্ধগুলো প্রকাশিত হয় ফরাসি পত্রিকা ‘রেভ্যু দু’আর্ত দ্রামাতিক’-এ।১৯০৩ খ্রিস্টাব্দে প্রবন্ধগুলো একত্র করে বই আকারে প্রকাশিত হয় ‘তেয়াতর দু পুপল’ নামে। বইটির প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ১৯১৮ খ্রিস্টাব্দে ‘দ্যা পিপলস থিয়েটার’ নামে।অনুবাদ করেন ব্যারেট এইচ ক্লার্ক। রোমাঁ রোলাঁ ‘গণনাট্য’ বইতে এক নতুন নাট্য-আন্দোলনের কথা বলেন। সে সময় ইউরোপে যে নাট্যধারা চলছিল, থিয়েটারে কে ‘স্টেজ পালপিট’ বা ‘মিরর অফ লাইফ’ বলা হচ্ছিল; রোমাঁ রোলাঁর নাট্যভাবনা তা থেকে একেবারেই ভিন্ন।ইউরোপের গতানুগতিক নাট্যভাবনা থেকে বেরিয়ে এসে তিনি বললেন, কেমন নাটক হবে, কাদের জন্য কি ভাবনায় তা করতে হবে। অর্থাৎ নাটক কী, কেন এবং কাদের জন্য- এ তিনটি সূত্র তিনি স্পষ্ট এবং প্রাঞ্জল করে তাঁর গণনাট্যে উল্লেখ করেছেন। ঘোষণা করলেন নাটককে এর প্রচলিত রীতির ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে হবে।