বোস-সংখ্যান স্রষ্টা-আচার্য সত্যেন্দ্রনাথ, সকল দেশের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম। যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে ‘বোসন’ কণার মাধ্যমে তিনি চিরভাস্বর থাকবেন। আচার্যদেবের মন ও মনীষা, প্রজ্ঞা ও জীবনদর্শন, দেশপ্রেম মানবপ্রীতির সম্যক পরিচিতি – লেখক নিজের অভিজ্ঞতার আলোতে উপস্থাপন করেছেন।আচার্যদেব সম্বন্ধে প্রচলিত বহু বিধ ভ্রান্ত ধারণার নিরসন করাতেও বিশেষভাবে ব্রতী হয়েছেন।এই বইয়ে যা কিছু বলা হয়েছে তা হয় আচার্য সত্যেন্দ্রনাথের মুখ থেকে শোনা বা ডায়েরি ও টেপে ধরে রাখা অথবা তাঁর জ্যেষ্ঠ পুত্র শ্রী রথীন্দ্রনাথ বসু ও পুত্রবধু শ্রীমতি বেণু বসু এবং আত্মীয় বন্ধু ছাত্রছাত্রীদের কাছ থেকে আহৃত তথ্য থেকে পরিবেশিত।