ঔরঙ্গজেবের রাজত্বকালে শাসকসম্প্রদায়ের প্রকৃতি বিশ্লেষণ করার প্রচেষ্টা করা হয়েছে এই বইটিতে। বিভিন্ন সময়ে কত অভিজাত সম্প্রদায় ছিল, তাদের সংখ্যা কি হারে বেড়েছে এবং এই বৃদ্ধির ফলে তাদের আয়,ও নিজেদের ভেতর একতা কি রূপ পেল, তার বিশদ আলোচনা করে লেখক দেখাতে চেয়েছেন,-ঔরঙ্গজেবের আমলে মনসবদারী কেমন করে চালু ছিল ও কিরকম ভাবে কাজ করতো।