এই বইতে আলোচিত হয়েছে গ্রিক সাহিত্যের মূল বিভাগ সমূহের প্রতিনিধিমূলক প্রকরণের। ধারাবাহিকতা রক্ষাকল্পে আলোচনার স্থান লাভ করেছে যেমন এপিক তেমনি হোমর অথবা দর্শনের ও সাহিত্যতত্ত্বের প্রয়োজনে সক্রেটিস তেমনি আরিস্টোটল। নাটকের ক্ষেত্রে গৃহীত হয়েছে,ট্র্যাজেডির প্রতিনিধি হিসাবে ইস্কিলাস আবার কমেডির জন্য আরিস্টোফানেস।এই বইএর আকার ও সামর্থ্যের বিবেচনায় বর্জিত হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে যেমন সোফোক্লেস, ইউরিপিদেস তেমনি থুকিডাইডেস,জেনোফোন ও আরো অনেকানেক প্রাপ্তঃস্মরণীয় যার জন্য ক্ষমাপ্রার্থনা জন্য গত্যন্তর নেই, যা এই বই এর ভূমিকায় জানানো হয়েছে।