সম্পাদকের কথা–
“শব্দের যথেচ্ছ ব্যবহার চাই। ব্যাকরণ না মেনে লেখার সর্বস্তরের পরিবর্তন চাই। বাংলা ভাষায় এক ভয়ংকর বিপর্যয় ঘটুক। ভাষায়,শব্দে,ভঙ্গিমায় চরম অন্তর্ঘাত। কবিতা লিখতে আসিনি আমরা। তাই বারবার আপনাদের স্মরণ করাই একই কথা।পত্রিকা প্রকাশ করা মানে কতগুলো নির্ভুল বানানে লেখা ছাপা নয়। লেখক বাছাই করাটাই আসল। পত্রিকা লেখক তৈরির সিঁড়ি নয়। পত্রিকা মানে নতুন ভাষার দিকে যাওয়া কয়েকজন ব্যতিক্রমীর বৈশিষ্ট্যপূর্ণ উচ্চারণ।
ভাষা না থাকলে লেখকের আর কিছুই থাকেনা।”




