আধুনিক বাংলা সাহিত্য -শ্রীমোহিতলাল মজুমদার প্রণীত

Call / WhatsApp : +91 9563646472

To purchase / enquire about the book, send a WhatsApp message or call between 11 AM and 11 PM.

Description

এই বইয়ের মুখবন্ধে গ্রন্থকার শ্রীমোহিতলাল মজুমদার লিখেছিলেন ————–
বিভিন্ন সময়ে প্রকাশিত বিক্ষিপ্ত প্রবন্ধরাশি হইতে কয়েকটিমাত্র কুড়াইয়া ও সাজাইয়া
‘আধুনিক বাংলা সাহিত্য’ প্রকাশিত হইল, এজন্য গ্রন্থারম্ভে কিছু বলিবার আছে।প্রথমেই বলিয়া রাখি, এই গ্রন্থ আধুনিক বাংলা সাহিত্য সম্বন্ধে ঐতিহাসিক পদ্ধতি মূলক গবেষণা নহে, অর্থাৎ পাণ্ডিত্যপূর্ণ ‘থীসিস্ নহে। এই প্রবন্ধগুলি লিখিবার কালে লেখকের মনে যাহা ছিল তাহা এই। ঊনবিংশ শতকের শেষ ভাগে বাংলাসাহিত্যে যে অবশ্যম্ভাবী পরিবর্তন দেখা দেয় তাহা বুঝিতে ও মানিয়া লইতে বিলম্ব হয় নাই; আজ এত কাল পরে সে পরিবর্তন আর লক্ষ্যগােচরই হয় না, মনে হয় ইহাই যেন এ সাহিত্যের ‘সনাতন রীতি; এমন কি, এই সনাতন রীতির বিরুদ্ধে আজ বিদ্রোহ জাগিয়াছে।ভাবটা যেন এই—য়ুরােপীয় সাহিত্য ও আমাদের সাহিত্য একই, সেখানে যাহা হইতেছে,এখানেও তাহা হওয়াই স্বাভাবিক। অতএব, এই যে সাহিত্য—মধুসূদনে যাহার প্রথম পূর্ণ উন্মেষ এবং রবীন্দ্রনাথে যাহার অন্তিম পরিণতি, যাহাকে আধুনিক বাংলা সাহিত্য নামে অভিহিত করা যায়—তাহা যে ‘আধুনিক’ হইলেও ‘বাংলা সাহিত্য, ইহা ভাবিয়া দেখিবার সময় আসিয়াছে। কারণ, ইহা পূর্বতন সাহিত্য হইতে বিলক্ষণ হইলেও ভুঁইফোঁড় নহে।আমাদের জীবনে যতটা না হউক, সাহিত্যে—ইংরাজীতে যাহাকে Renascence বা
‘পুনরুজ্জীবন’ বলে তাহাই ঘটিয়াছিল; কিন্তু দেহ ও প্রাণ-ধৰ্ম্ম দেশেরই, বাহির হইতে আসিয়াছিল কেবল সঞ্জীবনী ভাব-প্রেরণা। অতএব আজ সাহিত্য ও ভাষার এই আদর্শ-সঙ্কটের দিনে, জাতির প্রতিভা ও প্রকৃতিগত প্রবৃত্তি—এক কথায়, তাহার স্বধৰ্ম্ম,–এই নব্য সাহিত্য-সৃষ্টির পক্ষে কতখানি অমুকুল বা প্রতিকুল হইয়াছে তাহা বুঝিয়া লইবার প্রয়ােজন আছে।এ জন্য আমি এই সাহিত্যের ভিতরেই বাঙ্গালীর যে জাতিগত বৈশিষ্ট্য—ভাব ও ভাবনার যে কয়টি প্রধান লক্ষণ ধরিতে পারিয়াছি তাহারই সূত্র অবলম্বন করিয়া, এই যুগের কয়েক জন কবি-লেখকের সাহিত্যিক প্রতিভা, কবি-মানস, ও কাব্যকীৰ্ত্তির আলােচনা করিয়াছি। এই সাহিত্যের কালক্রমিক ধারা এবং সেই ধারা-অনুযায়ী লেখকগণের পুরুষানুক্রমিক ইতিবৃত্ত-রচনাই আমার অভিপ্রায় নহে- আমি এই সাহিত্যের মধ্যেই বাঙ্গালীর ভাব-শরীরের প্রতিকৃতির সন্ধান করিয়াছি। তাই, দেখা যাইবে, যাহারা অপেক্ষাকৃত শক্তিশালী যেমন—হেম ও নবীন, অথবা যাহারা অত্যুৎকৃষ্ট প্রতিভার অধিকারী যেমন—মধুসূদন ও বঙ্কিম তাঁহাদের সম্বন্ধে যথোচিত বিস্তৃত আলোচনা এই গ্রন্থে নাই; আবার যাহারা তাদৃশ প্রতিভাশালী বা খ্যাতনামা নহেন তাহাদের বিষয়ে আলোচনা সবিশেষ আলোচনা করিয়াছি;এবং সকল লেখকের প্রসঙ্গেই কয়েকটি মূল কথার পুনরাবৃত্তি করিয়াছি।

Be the first to review “আধুনিক বাংলা সাহিত্য -শ্রীমোহিতলাল মজুমদার প্রণীত”