এই বইতে প্রচলিত স্বরলিপি-পদ্ধতির ব্যবহার না করে অত্যন্ত সহজবোধ্য উপায়ে গান গুলোর স্বরলিপি করা হয়েছে। বিলম্বিত গানগুলিতে শুধু সমচিহ্ন (+) ছাড়া আর তালবিভাগ রাখা হয়নি যাতে গায়করা স্বাধীনভাবে হ্রস্ব ও দীর্ঘস্বর অনুযায়ী বিলম্বিত একতালে বা ঝুমরায় গান গুলোর অর্থ ও ভাব বজায় রেখে শুদ্ধভাবে নিজের পছন্দমত তালে বেঁধে নিতে পারেন। দ্রুত তিনতাল, একতাল,ঝাঁপতাল ও রূপকের তালবিভাগও গুরুদেব জ্ঞানপ্রকাশ ঘোষের ইচ্ছামত পুরনো পদ্ধতিতে রাখা হয়েছে। যেমন,+ ৩ ০ ১ এইভাবে। বন্দিশ গুলো যেহেতু হিন্দি ভাষায় রচিত সেইজন্য সঠিক হিন্দি উচ্চারণের সুবিধার্থে হিন্দি লিপি অনুসরণে গানগুলি লেখা হয়েছে।