বৈশ্বিক পরিপ্রেক্ষিতে গণসঙ্গীতের সংজ্ঞার্থ, উৎপত্তি,ক্রমবিকাশ এবং বাংলাদেশে গণসঙ্গীত চর্চার ইতিহাস বর্ণিত হয়েছে এই বইতে।তেভাগা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ভাষা-আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ,এমনকি নব্বইয়ের এর গণ-অভ্যুত্থানের ইতিহাস থেকে একালের গান পর্যন্ত গণসঙ্গীতের বিষয় ও সুর বিশ্লেষণ করা হয়েছে । দুষ্প্রাপ্য ও উল্লেখযোগ্য কয়েকটি গণসংগীত এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিছু গানের স্বরলিপি সংযুক্ত করা হয়েছে এখানে।