রবীন্দ্রসংগীতে কথা ও সুরের সমন্বয়সাধনের ধারাটিই প্রধান বিচার-বিশ্লেষণের বিষয়।তার জন্য রবীন্দ্রসংগীত ও রাগ সংগীত উভয় বিষয়ে প্রভূত জ্ঞানার্জন ও উদার দৃষ্টিভঙ্গি আবশ্যক। সে দিক থেকে বর্তমান গ্রন্থ আংশিকভাবে সহায়ক হবে আশা করছেন গ্রন্থকার। এই বইতে রাগসংগীত ও লোকসংগীতের দৃষ্টিকোণ থেকে কয়েকটি শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিচার করা হয়েছে। গ্রন্থভুক্ত রবীন্দ্র সংগীত গুলির স্বরলিপি বিশ্বভারতীর।