‘রেকর্ড -সংগীত’ “হিজ মাস্টার্স ভয়েস” ও কলম্বিয়া রেকর্ডে প্রকাশিত জনপ্রিয় গানের সম্পূর্ণ কথা ও মূল স্বরলিপি-সম্বলিত সংগীত বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা, প্রকাশকালঃ ডিসেম্বর ১৯৭০।সম্পাদক শ্রীসন্তোষকুমার দে, স্বরলিপিকার শ্রীবংশীধর রায়। স্বরলিপির সঙ্গে এ সংখ্যায় সংগীত বিষয়ক কয়েকটি রচনা,সংবাদ প্রভৃতি প্রকাশ করা হয়েছে। এছাড়াও রয়েছে ‘ছবিতে সংবাদ’ পরিবেশন।প্রাচীন বাংলা গানের প্রখ্যাত সাধক শিল্পী,নিধুবাবুর টপ্পা ঘরানার জনপ্রিয় গায়ক কালীপদ পাঠক পরলোকগমন করেছেন। এই সেদিনও গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত তাঁর দুটি গান- ‘ভালোবাসিবে বলে ভালবাসিনে’ এবং ‘মনোহরা নয়ন তোমার’ সকলের মুখে মুখে শোনা যেত। এ সংখ্যার প্রচ্ছদে স্বর্গত শিল্পীর ছবি মুদ্রিত হয়েছে।