210 টি প্রজাতির পাখির বর্ণনা আছে এই বইতে।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব কটি জেলা জুড়ে কাজটা করা হয়েছে। প্রত্যেকটি প্রজাতির আচরণ, পরিচায়ক চিহ্ন,উড়ানের ভঙ্গী, বিশেষ ভাবে তাদের ডাক ও গানের কম্পাঙ্ক অনুসারে বিশ্লেষণ আর বর্ণনা দেওয়া হয়েছে।প্রজননের সময় কীভাবে তার ডাক পাল্টে যায়, প্রত্যেকের বাসস্থান, প্রজনন ক্ষেত্র,বাসা,খাদ্য,নগরায়ণ তাদের আচরণে কী প্রভাব ফেলেছে তার আলোচনা রয়েছে। তাদের পরিযানের পথের উল্লেখ করা হয়েছে।কয়েকটি গণের প্রজাতি ও উপজাতি নিয়ে যে অস্পষ্টতা রয়েছে তা তথ্য দিয়ে স্পষ্ট করা হয়েছে। প্রত্যেক প্রজাতির পাখির যে ছবি দেওয়া হয়েছে তাতে তার পরিচায়ক বৈশিষ্ট্য যাতে স্পষ্ট ধরা পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। উড়ানের সময় ডানার বর্ণনা আর সম্ভব মতো তার ছবিও দেওয়া হয়েছে।