গায়ত্রীদেবী -সম্পাদনা:দেবব্রত চাকী

Click on the button below to contact us on WhatsApp, and buy.

BUY ON WHATSAPP

HOW TO PAY

You can pay send your payment at any of the following UPI IDs, or scan the QR code, or send the payment directly to our bank:

INDIA POST PAYMENTS BANK

India Post

(IPPB) UPI ID= 9563646472@postbank
Malay De Sarkar
A/C No: 100005759940
IFSC: IPOS0000001
Mobile: 9563646472
STATE BANK OF INDIA

India Post

(SBI) UPI ID= 9563646472@sbi
Malay De Sarkar
A/C No: 32004843406
IFSC: SBIN0000162
Mobile: 9563646472

মহারাজকুমারী গায়ত্রী দেবী বিশ্ববাসীর কাছে এক পরিচিত নাম। একাধারে তিনি ঐতিহ্যশালী ১৩টি তোপের সম্মানের অধিকারী কোচবিহার রাজপরিবারের রাজকন্যা, অন্যদিকে তিনি রাজপুতনার ১৭ টি তোপের সম্মানের অধিকারী জয়পুরের মহারানী। অসামান্য সুন্দরী বিশ্ববন্দিতা মহারানী গায়ত্রী দেবী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারিনী। ২০০৯ সালের ২৯শে জুলাই অপরাহ্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজমাতা গায়ত্রীদেবী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কোচবিহার এবং জয়পুরে। কোচবিহার রাজপ্রাসাদে মানুষের ঢল নামে ৩০শে জুলাই অর্থাৎ তাঁর মৃত্যুর পরদিন। প্রয়াত রাজকন্যার প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়িতে হাজির হন হাজার হাজার আবালবৃদ্ধবনিতা। সকলেরই কৌতূহল তাঁকে জানবার। তাঁর প্রতি কোচবিহারের মানুষের শ্রদ্ধা-ভক্তি চোখে পড়ার মতাে। গায়ত্রী দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে ‘উত্তর প্রসঙ্গ’ পত্রিকা প্রকাশ করে বিশেষ ‘গায়ত্রীদেবী’ সংখ্যা।দিদি ইলার মৃত্যুতে গায়ত্রী খুবই শোকাচ্ছন্ন হলেন। ১৯৬৬ তে পু্ত্র বাবলস (ভবানী সিংহ)রাজকুমারী Simur কে বিয়ে করেন। আরো দুঃসংবাদ – রাজা জগদ্দীপেন্দ্র পোলো খেলায় আহত হয়ে কলকাতায় চিকিৎসাধীন থাকলেন। ১৯৬৯ – তে সাধারণ নির্বাচন হল। এবারে গায়ত্রী দেবী স্বতন্ত্র পার্টির তরফ থেকে জিতিলেও অন্য প্রার্থীরা আনুপাতিক হারে জিততে পারেননি। কংগ্রেস নির্বাচনে জিতে রাজাদের Privy Purse তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। ১৯৬৮-তে জয় তৎকালীন প্রধানমন্ত্রীকে Privy Purse(রাজাদের জন্য বরাদ্দ ভাতা)বন্ধ না করতে অনুরােধ করলেন। কিন্তু ১৯৭১-এ বিল পাশ হয়ে গেল। রাজাদের অন্নসংস্থানের শেষ সম্বলটুকুও কেড়ে
নেওয়া হল।ইংলন্ডের Apsley House -এ Cocktail Party বসেছিল। তাতে Prince Philip Lord Mountbatten, Dicky Mountbatten উপস্থিত ছিলেন। জয় ও গায়ত্রী এই Party উপভােগ করেন। ওখানে এর পরে Ascot-week শুরু হলে জয় পেলাে খেলায় যোগদান করেন। এই সময়ে মা ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদ পৌছল। তাঁরা দুজনে ফিরে এলেন লন্ডন থেকে। ফিরেও রেহাই নেই। দাদা জগদ্দীপেন্দ্রর মৃত্যু হল ১৯৭০ -এর ১১ এপ্রিল। ভাইপো বিরাজেন্দ্রনারায়ণ রাজার উত্তরাধিকারী ছিলেন।শোক দুঃখ সহ্য করেও ইংল্যান্ডে ৬১ তম Polo Association Camp এ যোগদান করলেন জয় সিং। পােলােতে আহত হলেন জয়। চিকিৎসা চলল, ভাল হলেন না মহারাজ জয়। ২৪/৬/৭০ -এ মৃত্যু এসে সব শেষ করে দিল।১৯৭০ এর ২৬ শে জুন জয়ের শবদেহ লন্ডন থেকে আনা হল। গায়ত্রী হতাশ হলেন – জীবনের আশা , চলার উৎসাহ হারিয়ে ফেললেন।১৯৭২ এর নির্বাচনে ইন্দিরা গান্ধী অনিয়ম করে জিতেছেন- এই বিষয়ে Allahabad High Court তার নির্বাচন বাতিল করেছেন। তা সত্ত্বেও ইন্দিরাজী দেশে জরুরী অবস্থা জারী করে বিরোধী শক্তিকে দমন করার চেষ্টা করেন।COFEPOSA আইনে গায়ত্রীকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানাে হল।

Scroll to Top