বাঙ্গলা দেশের প্রখ্যাত মাতৃসাধক শ্রীশ্রী বামাক্ষেপার জীবন ও সাধনা লইয়া আলোচ্য গ্রন্থখানি রচিত। ইহা ঠিক জীবনী নহে ইহাকে জীবন কাহিনী বলা যাইতে পারে। বীরভূম জেলার তারাপীঠের শ্মশান-বাসী এই শিবতুল্য সাধকের জীবনের বহু অসাধারণ কাৰ্য্য ও অলৌকিক ঘটনার বিবরণ ইহাতে সন্নিবেশিত। ঘটনাগুলি শিষ্য ও ভক্তদ্বিগের নিকট হইতে সংগৃহীত তাঁহাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ অনেকগুলি ইতিমধ্যে প্রচার লাভও করিয়াছে। বেশিরভাগ ঘটনার সহিত সময়ের উল্লেখ নাই, থাকিলে ভাল হইত ; মহাসাধকের সমগ্র জীবন গ্রথিত করা সহজ হইত। লেখক গভীর অনুভূতি ও প্রায় প্রত্যক্ষ উপলব্ধি লইয়াই ঘটনাগুলি বর্ণনা করিয়াছেন। রচনা ও বর্ণনার গুণে প্রত্যেকটিই সুপাঠ্য ও হৃদয়গ্রাহী পাঠকের সম্মুখে ঘটনা মূর্ত্ত হইয়া উঠে। তন্ত্রের সাধনা গৃঢ় রহস্যময়, অনেক ক্ষেত্রে দুর্ব্বোধ্য ও দুর্ঞ্জেয়। সাধকের জীবন কাহিনী হইতে ইহা অনেকটা সহজে বােধগম্য হইবে। ইহাছাড়া মূল তত্ত্বের ব্যাখ্যায় এই যুগ গুরুর সে সকল উপদেশ গ্রন্থে সংগৃহীত হইয়াছে তাহা সংশয়ের বহু জটীল গ্রন্থি উন্মোচনে সাহায্য করিবে। দুরূহ তত্ত্ব এত সরলভাবে ও এত সংক্ষেপে বুঝাইয়া দেওয়া একমাত্র তাহারই পক্ষে সম্ভব যিনি সর্বতত্ত্বের মূল বস্তুর সাক্ষাৎ পরিচয় লাভ করিয়াছেন এবং তাহা আয়ত্ত করিয়াছেন।