সেকালে টাকি টাউনের বেশিরভাগ অঞ্চলই ছিল জঙ্গলপূর্ণ। জমিদার বা অবস্থাপন্নদের কয়েকটা বাড়ি দেখা যেত টাকি,সৈদপুর আর জালালপুরে। লোক সংখ্যা ছিল পাঁচ হাজার ৫২৪৫ জন। পৌর এলাকার বাইরে ছিল অল্প বসতির বিচ্ছিন্ন কটি গ্রাম,- থুবা,রজিপুর, লস্কর নগর। বাকি সমস্ত অঞ্চটিই ঘন জঙ্গল।আর শিরা-উপশিরার মত খাল-নালা। ইছামতী থেকে বেরিয়ে একটা খাল বেঁওকাটি জালালপুরের মধ্য দিয়ে গেছে। এর একপারে বেঁওকাটি,অপর পারে জালালপুর। বর্তমানের থেকে অনেক চওড়া ছিল খাল টা। ইছামতী যমুনার আর একটি শাখা বনগাঁ থেকে বেরিয়ে শাঁকচূড়ো হয়ে টাকি কালিবাড়ীর পাশ দিয়ে প্রবাহিত হত। বর্তমানে এটি লুপ্ত।




