জলপাইগুড়ি-বেলাকোবা (রঙধামালী হয়ে) সড়ক পথে (নিয়মিত বাস চলে) রাজগঞ্জ থানার এলাকাধীন মন্থনী গ্রাম। এখানকার প্রধান দ্রষ্টব্য হল,গ্রামের এক মন্দিরে প্রতিষ্ঠিত প্রায় ১ মিটার উচ্চতাবিশিষ্ট শতাধিক বছরের প্রাচীন মন্থনী দেবীর কাঠখোদাই দ্বারা নির্মিত মূর্তি বিগ্রহ। কেউ কেউ এই মন্থনী দেবীকে দেবী চৌধুরানীর মূর্তি বলেই গণ্য করে থাকেন।