মালদা স্থাননাম -আবদুস সামাদ

Call / WhatsApp : +91 9563646472

To purchase / enquire about the book, send a WhatsApp message or call between 11 AM and 11 PM.

Description

এই বইটি এক কথায়  মালদা জেলার নানান মৌজা-গ্রাম  বা স্থাননামের প্রথম ও একমাত্র প্রামাণ্য দলিল-ইতিহাস।এ জেলার প্রায় পুরোটাই অজস্র পুকুর-দীঘি, গড়,দুর্গ, পরিখা,সৌধ, স্থাপত্য প্রভৃতি নানা প্রত্ন-কলায় সমৃদ্ধ। স্বভাবতই এখানে এই প্রত্নগত নানান স্থান নামও মেলে। যেমন: হোসেন শাহের শক্তি স্বরূপে খরবা থানার অন্তর্গত ১৮২ নং হোসেনপুর মৌজা সংলগ্ন তক্তিপুর,দাখিল দরওয়াজা নামে সেখানে অধুনা প্রতিষ্ঠিত গ্রাম টি হয়েছে দাখিলগ্রাম( ইংলিশ বাজার থানা )সাতাশঘরা  স্নানাগারের নামে রয়েছে সাতাশঘরা(গাজোল থানা),রেভেনশ কর্তৃক উল্লিখিত একটি গল্পের অনুসারে উক্ত সাতাশঘরা দিঘীর নিকটবর্তী ‘পাণ্ডব রাজাদের দালান’ নামে কথিত একটি স্থান,তিন খিলানের সাঁকো (ইংলিশ বাজার থানা), পাঁচ খিলানের সাঁকো (ও ইংলিশ বাজারথানা),সাত খিলানের সাঁকো (ঐ ইংলিশ বাজার থানা), সাঁকো পাড়া, (বর্তমান মালদা শহর,ইংলিশ বাজার থানা),পাকাকোট (কালিয়াচক থানা) একলক্ষী সৌধ-স্থাপত্য নামে একলক্ষী বা গোলঘর (গাজোল থানা),একলক্ষী ষ্টেশন ‌(ঐ গাজোল থানা) গোলঘর মোড় (গাজোল থানা), বারদুয়ারী সৌধ স্থাপত্য নামে বারদুয়ারী, তোপ শহর (হবিবপুর থানা), পাতাল চন্ডী (করবা, ইংলিশ বাজার ও কালিয়াচক থানা), দ্বারবাসিনী ,অধুনা খ্রিস্টানদের চার্চের নামে রয়েছে চার্চপল্লী, গির্জা বাড়ী, সেকালের বৌদ্ধ বিহার নামক স্থানে যথাসময়ে গাঁ স্থাপিত হওয়ায় ঐ নামে রয়েছে বিহার গাঁও (গাজোল থানা ও রতুয়া থানা), সেকালের জগদ্দল বৌদ্ধ বিহার নামে রয়েছে জগদলা (বামনগোলা থানা), পাথার জগদলা (বামনগোলা থানা) যোগীভবন বা যোগিয়াআসন মালদহ থানা)বারোহকোনা বৌদ্ধ বিহারের নাম-স্মারকে রয়েছে বারোকোনা (গাজোল থানা)। সেকালের চৈত্য নামে রয়েছে চৈতা(মালদহ থানা),চতৈমেহেরপুর,সংশ্লিষ্ট যোগীদের গুম্ফা বা গুপ্ত সাধনগেহর নামে রয়েছে যোগীগোফা বাহাদুরপুর (রতুয়া থানা) মঠবাড়ী হবিবপুর ও রতুয়া থানা)চৌদুয়ার(রতুয়া থানা) দ্বারশালা,চৌকি (মানিকচক থানা),বলাকট(খরবা থানা)কামকোট(রতুয়া থানা) রাঙ্গামাটি বৌদ্ধ বিহার নামে রয়েছে রাঙ্গামাটি (হবিবপুর থানা, গাজল থানা), রাঙ্গামাটিয়া( রতুয়া থানা)কাটরা মালদহ থানা) দক্ষিণ শহর (খরবা থানা) কার্বন সরা‌ই (মালদহ থানা),মোহর সরাই(মালদহ থানা), দ্বারবাসিনী (রতুয়া থানা), ইত্যাদি। সেকালের সংশ্লিষ্ট কোতুয়ালদেরএর অবস্থান গৃহ-বাটীর নামে রয়েছেে কোতুয়ালি,কোতুুয়ালী দরজা,শেখমহল, রঙমহল, রঙমহল লেে,

Be the first to review “মালদা স্থাননাম -আবদুস সামাদ”