1960 সালে অক্টোবর মাসের শেষ নাগাদ স্যার এডমন্ড হিলারীর সঙ্গে মাকালু পব্বর্ত (27790)ফুট অভিযানের পথে এভারেস্টের পাদদেশে আমরা খুমজুঙ্গ(KHUMJUNG)গ্রামে পৌঁছাই।খুমজুঙ্ মনাস্টারিতে ইয়েতির মাথার চুলসহ চামড়া স্মারক চিহ্ন হিসাবে যত্ন রাখা ছিল।খুমজুঙ্ -এর মানুষ তা পালা করে পাহারা দিত। সেই স্মারক যখন বাইরে বের করা হতো নিয়ম ছিল উপস্থিত থাকবেন গ্রামের তিনজন বৃদ্ধ। তাঁদের দায়িত্বে বাক্স খোলা হতো।মনাস্টারির পাশেই থাকতেন এক বৃদ্ধা সন্ন্যাসিনী। তাঁর কাছেই স্মারক বাক্স রাখা ছিল।