About

ধানসিড়ি,উত্তরবঙ্গের রায়গঞ্জ শহরের একটি পুরানো ও দুষ্প্রাপ্য বই পত্রিকা, পরম্পরাগত-শিল্প ও সমকালীন শিল্পসম্ভারের অভিনব বিপণী, যার যাত্রা শুরু ২০০৩ এর পয়লা বৈশাখে। সমগ্র উত্তরবঙ্গের ইতিহাসে এমন দোকান ছিল না, এমনকি বর্তমানেও নেই,যেখানে পুরনো -দুষ্প্রাপ্য বই,পত্রিকা পাওয়া যায় , আবার সাথে পরম্পরাগত-শিল্প ও সমকালীন শিল্পসম্ভার বিক্রি হয়।Western Classical Violin ,Latin Percussion ও বাংলা ঢোলের একনিষ্ঠ ছাত্র ধানসিড়ির কর্ণধার মলয় দে সরকারের অনুপ্রেরণার উৎস ছিল সঙ্গীত-সাহিত্য ও ইতিহাসের প্রতি অগাধ ভালবাসা যা তার দোকানের প্রতিটি সামগ্রীতে প্রতিফলিত।এই বিপণিতে যা কিছু বিক্রি হয়, তার সাথে মানুষের অতীত ও বর্তমান সভ্যতার উত্থান-পতন ও উজ্জ্বলময়-যাপনের ইতিহাস জড়িয়ে আছে। পুরানো বইয়ের সম্ভারের মধ্যে 1929 সালে প্রকাশিত 3 টাকা দামের the musicians of India,লেখক ময়মনসিংহের রামগোপালপুরের জমিদার নরেন্দ্র কিশোর রায় চৌধুরী।উত্তরবঙ্গের এই দোকানে আঞ্চলিক ইতিহাস, রাজনীতি, স্থাপত্য,শিল্প ও সংস্কৃতি ,নাটক, সিনেমা ,সাহিত্য, দর্শন, জেলার ইতিহাস, যুদ্ধ‌-আন্দোলন, বিদেশি সাহিত্য,Indology এর মত বহুবিধ বিষয়ের গুরুত্বপূর্ন পুরানো ও দুষ্প্রাপ্য বই, পত্রিকা রয়েছে।যেমন রয়েছে Lalit Kala-No:6, October1959,বঙ্গীয় সমাজ-১৩০৬-সতীশ চন্দ্র রায় চৌধুরী, সঙ্গত- ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন- প্রথম সংস্করণ- ১৯১৬, The Jute in Bengal Nibaran Chandra Chaudhury-1908,Cocoa and Chocolate -The history from Plantation to consumer -1920,The sun and the Serpent Lore of Bengal- Asutosh Bhattacharya -1977,Exhibition of tapestries and contemporary French decorative art -Lalit Kala academy 1963- 64 , Protection of Historical Buildings: Contemporary Practices and thermohygric behaviour এর মতো পুরানো ও দুর্লভ বই এর সংগ্রহ। পরম্পরাগত শিল্পের মধ্যে মাটির সরা,কাঠের মুখোশ,ধোকরার ব্যাগ,পীরের ঘোড়া, বাংলার টেপা পুতুল, খেলনা-পুতুল,পটচিত্র আছে ধানসিড়িতে। এছাড়া আছে অন্যান্য রাজ্যের ডোকরা, পিতলের হস্তশিল্পের সাথে সমকালীন শিল্পকর্মের সংগ্রহ। বাংলা শুভেচ্ছা পত্রের এক বড় সংগ্রহ এখানেই পাবেন।

fish