ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস -ই.এম‌.এস.নাম্বুদিরিপাদ

Call / WhatsApp : +91 9563646472

To purchase / enquire about the book, send a WhatsApp message or call between 11 AM and 11 PM.

Description

ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে লেখা বই-এর অভাব না থাকলেও, তাদের অধিকাংশই হয় ভারতের ঘটনাবলীর নিছক কালপঞ্জী, নয়তাে, এমন লেখা— যাতে বুর্জোয়া জাতীয়তাবাদের দিকে ঝোঁকটাই প্রকটিত। তাই সাধারণত আধুনিক ভারতের ইতিহাসের বইতে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বস্তুনিষ্ঠতার দিক থেকে একটা ফাঁক থেকে যায়। “A History of Indian
Freedom Struggle” (“olicos স্বাধীনতা সংগ্রামের ইতিহাস”)-এ সেই ফাঁকটা ভরাট করে দেবারই প্রয়াস। বস্তুত ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে বিস্তৃতভাবে লেখা, শ্রেণী-দৃষ্টিভঙ্গির সঙ্গে
সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ যে সামান্য কয়েকখানা ইতিহাস পাওয়া যায়, এটি তাদের অন্যতম। দক্ষিণ ভারতে গােড়ার দিকে যে সংগ্রাম হয়েছে, ১৮৫৭-৫৯ সালে যে বিদ্রোহ ঘটেছে, এই বই সে-সবের বস্তুনিষ্ঠ বিচার-বিশ্লেষণের সঙ্গে দেখিয়ে দিচ্ছে,সেদিন কোন্ কোন্ শ্রেণী, কোন্ কোন্ শক্তি সে-সমস্ততে নেতৃত্ব দিয়েছে, আর, সেই সব
সংগ্রামের, সেই সব বিদ্রোহের পরাজয়ই বা
ঘটল কোন্ কোন্ কারণে। বৃটিশ-শাসনের
অনিবার্য পরিণতিতে যে ধনতন্ত্রের বিকাশ
ঘটেছিল, উদ্ভব হয়েছিল বুর্জোয়াশ্রেণীর, যাঁরা
জাতীয় স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়টা
শুরু হলে সব সময় তার পুরােভাগে ছিলেন—এ-সবের পুঙ্খানুপুঙ্খ আলােচনা করা হয়েছে বইখানিতে প্রকৃতপক্ষে স্বাধীনতা সংগ্রামের সাধারণ কৌশলটা কী রকমের হবে, বৃটিশদের সঙ্গে দরকষাকষি যাতে করা যায়, তার কৌশলস্বরূপ কোন্ ধরনের গণ-আন্দোলন হবে—এ-সবই তাে ঐ বুর্জোয়ারাই ঠিকঠাক করে দিতেন। গান্ধীবাদী সংগ্রাম পদ্ধতির শ্রেণীগত অন্তর্নিহিত বস্তু,সংগ্রামের বিভিন্ন পর্যায়ে শ্রমিকশ্রেণী আর খেটেখাওয়া অন্য সব মানুষের ভূমিকা-এ-সব তথ্য বিশেষ যত্নসহকার উদঘাটিত
করা হয়েছে বইখানায়।

Be the first to review “ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস -ই.এম‌.এস.নাম্বুদিরিপাদ”