রাধাবল্লভ গীতিকামৃত (২য় খন্ড) -রাধাবল্লভ সরকার -সম্পাদনাঃ তরণীসেন মহান্ত

Categories: ,

Call / WhatsApp : +91 9563646472

To purchase / enquire about the book, send a WhatsApp message or call between 11 AM and 11 PM.

Description

ভূমিকাঃ
এই ‘রাধাবল্লভ গীতিকামৃত’ যাঁর শ্রীচরণ লক্ষ্য করে এই পুস্তক খানির নামকরণ করা হয়েছে, সর্ব প্রথম আমাদের সেই প্রাণের মানুষটির কিঞ্চিৎ পরিচয় দিয়ে আমাদের উদ্দেশ্য সম্পর্কে দু’ চারটি কথা লিপিবদ্ধ করতে মনস্থ করেছি।কোনকিছু লেখা বা বলার ভাষা ও যোগ্যতা এই নরাধমের নেই। সাধু গুরু ও বৈষ্ণব মুখে শুনেছি, শাস্ত্রে নাকি আছে যে, তাঁর কৃপায় এবং সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পঙ্গুও গিরি লঙ্গন করতে পারে এবং বোবায়ও কথা বলতে পারে। তাই সেই শাস্ত্র বাক্য বিশ্বাস করে আপনাদের সমস্ত সাধু গুরু বৈষ্ণবের চরণ ভরসা ক’ৱে কলম ধরেছি, শুদ্ধাশুদ্ধ সকলি আপনাদের কৃপা ।
বাংলা ১৩৪২ সনের ২২ শে শ্রাবণ অমাবস্যা তিথিতে রবিবার দিন মিথুন লগ্নে এই মহামানব পূৰ্ব্ব বঙ্গে ঢাকা জেলার মানিকগঞ্জ থানার বাইতরা গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মাতা আদর করে নাম রেখেছিলেন ‘রাধা বল্লভ’। শিশুকাল হতেই ইনি খুব চঞ্চল প্রকৃতির। পিতা মাতার অবস্থা তেমন সচ্ছল না হওয়ায় স্কুলের বিদ্যা অর্জন করার বেশীদিন সুযোগ হয় নাই। সতের বৎসর বয়সে কবিগান করার সমর্থ অর্জন ক’রে ভক্ত জনগন সম্মুখে আনন্দ দান ও আস্বাদন করেন।এই বইয়ে ওনার রচিত ১১৫ টি গান লিপিবদ্ধ করা হয়েছে।
ঊনিশ বৎসর বয়সে উক্ত গ্রামস্থ ‘সরস্বতী’ নাম্নী নয় বৎসরের একটি মেয়ের সঙ্গে বিবাহ হয়। বিশ বৎসর বয়সে নিত্যানন্দ পরিবার ভূক্ত হয়ে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন।একুশ বৎসর বয়স হতে ভক্ত প্রবর সীতানাথ পণ্ডিতের নিকট প্রাণায়াম সন্ধান গ্রহণ করেন । চব্বিশ বৎসর বয়সে আড়ানী শ্মশানে ‘ক্ষ্যাপা বাবা’ কৃষ্ণ ক্ষ্যাপার নিকট থেকে তান্ত্রিক সাধনায় ব্রতী হন। ছাব্বিশ বৎসর বয়সে যোগ স্রষ্ট হয়ে সংসার ক্ষেত্রের মায়ায় জড়িত হন। কিন্তু এই সময় হতেই কবিগান সৎ কথা কীর্ত্তণ ও সাধুগুরু বৈষ্ণবে অগাধ ভক্তি বলে গান রচনা করার জ্ঞান অর্জন করেন। সাতাইশ বৎসর বয়সে ভক্ত প্রবর সুরেন সাধুর নিকট তত্ত্ববস্তুর সন্ধান নিয়ে বিশেষ ভাবে কর্মে ব্রতী হন । ঊনত্রিশ বৎসর বয়সে উক্ত ঢাকা জেলার মানিকগঞ্জ থানার অস্তঃর্গত কৃষ্ণনগর গ্রামের পাগল পূর্ণ চাঁদের নিকট আশ্রয় নিয়ে শ্রীশ্রী রাধা গোবিন্দের ভজনের সন্ধান গ্রহণ করেন। এই বইয়ে ওনার রচিত ১১৫ টি গান লিপিবদ্ধ করা হয়েছে।

Be the first to review “রাধাবল্লভ গীতিকামৃত (২য় খন্ড) -রাধাবল্লভ সরকার -সম্পাদনাঃ তরণীসেন মহান্ত”